লক্ষ্মীপুরে বিএনপির ঝটিকা মিছিল আটক ১৬
লক্ষ্মীপুর প্রতিবেদক : দেশ ব্যাপী বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে বুধবার লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে অবরোধ সমর্থিতরা। এ সময় বেশ কয়েকটিস্থানে পুলিশ ধাওয়া করেছে অবরোধকারীদের। এদিকে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ ।
সকালে অবরোধ সমর্থনে বিএনপির নেতাকর্মীরা লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের মিয়ার রাস্তার মাথা, মজিদ মাষ্টার সড়কের মাথা, লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে, মহিলা কলেজের সামনে এবং শহরের আদর্শ সামাদ স্কুল মোড়ে অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল করে।
সকাল সাড়ে ৭টার দিকে মহিলা কলেজের সামনে অবরোধকারীরা লক্ষ্মীপুর-রায়পুর সড়কে বস্তা ফেলে অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে। এ সময় অবরোধকারীরা পালিয়ে গেলে আশপাশের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে কাউকে আটক করা যাননি।
সকাল ৯টার দিকে ওই সড়কের ফায়ার সার্ভিস কার্যালয় সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিএনপি সমর্থিত লোকজন। পুলিশ যাবার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ অবরোধ সরিয়ে নেয়। এর মধ্যে সদর উপজেলায় ২ জন, রায়পুরে ৮, রামগতিতে ২ এবং কমলনগরে ৪ জন রয়েছে।
জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি/সার্কেল) মো. নাসিম মিয়া জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে।