বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চকবাজারের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট
চকবাজারের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট
পক্ষকাল প্রতিবেদক ঃ
রাজধানী চকবাজার এলাকার একটি পাঁচ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ টি ইউনিট কাজ করছে। আগুনে দগ্ধ ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন মোবাইল ফোনে বলেন, চকবাজারে চুরিহাট্টা মসজিদ গলির একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
মাহফুজ রিবেন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। পাঁচতলা আবাসিক ভবনের নিচে কোনো কারখানা আছে কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, চুরিহাট্টা মসজিদ গলির একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পেয়ে থানার একাধিক কর্মকর্তা সেখানে গেছেন। আগুন লাগা ভবনের আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।