রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মেহেরপুরের উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা বললেন জন প্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুরের উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা বললেন জন প্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে সংবর্ধনা দিল ঢাকাস্থ মেহেরপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতি
শনিবার (২৩ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা মেহেরপুরের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
ঢাকার মিরপুরের গোরান চটবাড়িতে ঢাকাস্থ মেহেরপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, ‘মেহেরপুর একটি বিশাল সম্ভাবনাময় জেলা। এ জেলাকে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে আরও সমৃদ্ধ করে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পণা গ্রহণ করা হয়েছে।’
মেহেরপুরের ভরাট নদী, খাল, বিল খনন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি খাল ও নদী খনন করা হয়েছে এবং আরও তিনটি নদী খননের অনুমোদন পাওয়া গেছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেল-সংযোগের কার্যক্রম নেওয়া হয়েছে। এছাড়াও মেহেরপুরে আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধভিত্তিক পর্যটনকেন্দ্র গড়ার প্রকল্প গ্রহণ করা হয়েছে, যাকে ঘিরে এ অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।’
এ সময় তিনি মেহেরপুরের উন্নয়নে সরকারের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে একনিষ্ঠভাবে কাজ করার আহবান জানান।
অ্যাড. মো: শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. খাদিজা নাসরীন আক্তার বক্তব্য রাখেন।