সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | পোশাক শিল্প | ব্যাংক-বীমা | ব্রেকিং নিউজ | শেয়ারবাজার » অনুমোদনের অপেক্ষায় ১৫ প্রকল্প, একনেকে উঠছে বুধবার
অনুমোদনের অপেক্ষায় ১৫ প্রকল্প, একনেকে উঠছে বুধবার
পক্ষকাল সংবাদ : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে ১৫ প্রকল্প। বুধবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পগুলো অনুমোদনের কথা রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এবারের একনেক সভায় সবচেয়ে বেশি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে ভৌত অবকাঠামো বিভাগে।
প্রকল্পগুলো হলো- বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত), ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কে (মহীপাল থেকে চৌমুহনী পূর্ব বাজার পর্যন্ত ৪ লেনে উন্নীতকরন), মংলা বন্দরের জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রপাতি সরঞ্জাম সংগ্রহ।
এছাড়া রয়েছে প্রতি জেলা উপজেরায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ভবন নির্মাণ, চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প, কারিগরি শিক্ষা উন্নয়নে টেকনিক্যাল স্কোর ও কলেজের সক্ষমতা বৃদ্ধি।
গোপালগঞ্জে এসেনসিয়াল ড্রাগের তৃতীয় শাখা কারখানা স্থাপন (প্রথম সংশোধিত), মিরসরারইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ভূমি অধিগ্রহণ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান গম বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রকল্প।
এছাড়াও টাঙ্গাইল সার্কিট হাউজে নতুন ভবন নির্মাণ, এনটিএসবির নিজস্ব কার্যালয় সম্প্রসারণ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রস্তাবিত রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সংশ্লিষ্ট একটি প্রকল্প উপস্থাপনের কথা রয়েছে।