একনেকে যে অনুশাসন দিলেন প্রধানমন্ত্রী
পক্ষকাল সংবাদঃ
২৭ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত একনেক সভায় বেশকিছু অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে রয়েছে- অর্থনৈতিক প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) প্রয়োজনেও ঘনবসতি এলাকায় ভূমি অধিগ্রহণ করা যাবে না। রাস্তার পাশে ড্রেন এবং জলাধার অবশ্যই থাকতে হবে। মোংলা বন্দরকে ড্রেজিংয়ের আওতায় আনতে হবে। যে এলাকায় বিদ্যুৎ উৎপাদন হয়, বিতরণের ক্ষেত্রে সে এলাকাও যাতে বিদ্যুৎ পায়- সেদিকে লক্ষ্য রাখতে হবে। একইসঙ্গে তিনি আরও জানান, যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় তারই অধীনে রয়েছে, সেহেতু পদবিন্যাস যেন আরও সুসংহত হয়, সেটি তিনি দেখবেন। বৈঠকে প্রায় সকল মন্ত্রী উপস্থিত ছিলেন।