মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » মৈত্রী ট্রেনের যাত্রী এক ছাত্রী
মৈত্রী ট্রেনের যাত্রী এক ছাত্রী
পক্ষকাল প্রতিনিধি, চুয়াডাঙ্গা: সোমবার মাত্র একজন যাত্রী নিয়ে ঢাকা থেকে কলকাতা গেল মৈত্রী ট্রেন। ৫ জানুয়ারির প্রভাব পড়েছে ঢাকা-কলকাতা চলাচলকারী মৈত্রী ট্রেনে।
গতকাল সোমবার দুপুর ২ টা ৫০ মিনিটে ট্রেনটি দর্শনা স্টেশন থেকে ছেড়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। ট্রেনের একমাত্র যাত্রী রীনা আক্তার জানান, সে এবছর ঢাকা ইডেন কলেজে মাস্টার্সে ভর্তি হবেন। তিনি দর্শনা স্টেশনে পৌঁছে এ প্রতিবেদককে জানান, রোববার ঢাকা কমলাপুর রেলস্টেশনে টিকেট করতে গিয়ে দেখলাম আমি ও শাহানা আমিন নামের আরো একজন মহিলা টিকেট কেটেছি। কিন্তু ট্রেনে উঠেই দেখি আমি একাই যাচ্ছি এ যাত্রায়। তবে দারুন লাগছে। সবাই আমাকে ভীষন খাতির করছে। শোভনে টিকেট কেটেও এসি কেবিনে বসে ভারতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। রীনা আক্তার পাঁচদিনের সফরে এই প্রথম ভারত যাচ্ছেন। মৈত্রী ট্রেনের ইন্ডিয়ান গার্ড গৌতম চক্রবর্তী জানান, যাত্রী একজন হলেও তার সবধরনের নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে যাওয়া হচ্ছে।
৫ জানুয়ারি দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ার কারনে মৈত্রী ট্রেনে কোন যাত্রী হয়নি বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
তবে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের মাস্টার মীর মো: লিয়াকত আলী জানান, বর্তমানে মৈত্রী ট্রেনের প্রতিযাত্রায় গড়ে ৪’শ জন যাত্রী আসা-যাওয়া করেন। তবে স্বল্প-সময়ে মৈত্রীর আরো দু’টি ট্রিপ বৃদ্ধি করায় এবং এর প্রচার না হওয়ায় এ ধরনের যাত্রী সংকট হয়েছে। ভবিষ্যতে ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি।