ফখরুল কারাগারে, জামিন ও রিমান্ড নামঞ্জুর
পক্ষকাল প্রতিবেদক : গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলায় ফখরুলকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূইয়া এ আদেশ দেন। বিকেল পৌনে পাঁচটার দিকে মির্জা ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেস ক্লাব থেকে আটক করা হয়েছে। প্রতিবাদে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল ডেকেছে জেলা বিএনপি।
প্রতিবাদে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জেলা বিএনপি। - See more at: http://www.thereport24.com/article/79393/index.html#sthash.xcVrB0B8.dpuf
প্রতিবাদে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জেলা বিএনপি। - See more at: http://www.thereport24.com/article/79393/index.html#sthash.xcVrB0B8.dpuf
মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে প্রেস ক্লাব থেকে বের হলে পুলিশ তাকে আটক করে। আটকের পর মির্জা ফখরুলকে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি মির্জা ফয়সাল আমীন মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এক সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা দেন।
এর আগে, কয়েকদিন ধরে আত্মগোপনে থাকা মির্জা ফখরুল সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে হেলমেট মাথায় দিয়ে ছাত্রদলের এক সাবেক নেতার মোটরসাইকেলে করে জাতীয় প্রেস ক্লাবে আসেন।সেখানে তিনি বিএনপিপন্থী সাংবাদিকদের সমন্বয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দেন। এ আলোচনা সভা চলাকালে আওয়ামীপন্থী সাংবাদিক ও প্রজন্ম লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপিপন্থী সাংবাদিকদের বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রেস ক্লাবের বাইরে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ। সোমবার বিকেল থেকে জাতীয় প্রেস ক্লাবে কার্যত ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।
মির্জা ফখরুলের সঙ্গে জাগপা সভাপতি শফিউল আলম প্রধানও প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েন। সোমবার রাতে তারা প্রেস ক্লাবের গেস্ট রুমে কাটান।
মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের প্রধান গেটসহ অন্য দুটি গেটে পুলিশি প্রহরা জোরদার করা হয়।দুপুর একটার দিকে আওয়ামীপন্থী সাংবাদিক নেতারা দুপুর দুইটার মধ্যে মির্জা ফখরুলসহ বহিরাগতদের প্রেস ক্লাব থেকে বের করে দেওয়ার আল্টিমেটাম দেয়। পরে বিকেল পৌনে চারটার দিকে সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাবের পেছনের গেট দিয়ে বের হতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।