শনিবার, ৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ভারতের যেকোন দু:সাহসের সমুচিত জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ কর্তৃত্ব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ভারতের যেকোন দু:সাহসের সমুচিত জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ কর্তৃত্ব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক ;
কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতি হামলার ব্যাপারে অভিযোগ আবারো দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে ভারতের স্থানীয় পর্যায়েই এর পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এ কথা বলা হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয় পাকিস্তান কোনভাবেই পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত নয় এবং ভারতীয় ভূখণ্ডের স্থানীয় পর্যায়ে এর পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে।
বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আন্তরিকভাবে ভারতের কাছে এই ঘটনার তদন্তে সহায়তা এবং সন্ত্রাসসহ অন্যান্য বিতর্কিত ইস্যুতে সংলাপের প্রস্তাব দিয়েছে। ভারত এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে বলেও বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা আশা করছি ভারত এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে।
প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান সেনাবাহিনীকে ভারতের যেকোন দু:সাহসের সমুচিত জবাব দিতে পূর্ণ কর্তৃত্ব প্রদান করেন।
প্রধানমন্ত্রী খান দেশের চরমপন্থী উপাদানগুলোর বিরুদ্ধে দমন অভিযান জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দেন।
পাকিস্তানের ভূমি ব্যবহারকারী দলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষেও মত দেয় কমিটি।