শনিবার, ৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিনোদন | বিশ্ব সংবাদ » অতিরিক্ত ওজন থাকায় ১৮শ’ কেবিন ক্রুকে ছাঁটাই করে দেয়ার নির্দেশ
অতিরিক্ত ওজন থাকায় ১৮শ’ কেবিন ক্রুকে ছাঁটাই করে দেয়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: অতিরিক্ত ওজন থাকায় ১৮শ’ কেবিন ক্রুকে ছাঁটাই করে দেয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন’ (পিআইএ)।এর আগে গত ১ জানুয়ারি সংস্থাটির ক্যারিয়ার জেনানেল ম্যানেজার আমির বশির স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে।
যেখানে বলা হয়েছে, প্রতি মাসে পাঁচ পাউন্ড করে ওজন কমাতে হবে কেবিন ক্রুদের। এর ফলে ছয় মাসে যদি ৩০ পাউন্ড কমে তবেই তারা বিমানে দায়িত্ব পালনে সক্ষম হবেন।এক প্রতিবেদনে সিএনএন জানায়, ইতোমধ্যেই সকল কেবিন ক্রুদের ওজন পরীক্ষা করে তা প্রকাশ করা হয়েছে। এমনকি এখন থেকে কেবিন ক্রুদের ওজন নিয়মিতভাবেই পরীক্ষা করা হবে এবং তা রক্ষণাবেক্ষণ করা হবে।এছাড়াও ওজন যাতে বাড়তে না পারে সেজন্য প্রতি মাসে গ্রুমিং সেলেও নিয়ে যাওয়া হবে।