এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নর ড. আতিউর
পক্ষকাল প্রতিবেদক: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নর নির্বাচিত হয়েছেন ড. আতিউর রহমান। লন্ডনভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের অর্থবিষয়ক ম্যাগাজিন ‘দি ব্যাংকার’ ড. রহমানকে এ বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নর হিসেবে নির্বাচন করে।মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবৃদ্ধি ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার পাশাপাশি একটি কেন্দ্রীয় ব্যাংক কি করে সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিতে পারে এবং মানুষের জীবনমান উন্নত করতে পারে, এ স্বীকৃতি তারই প্রমাণ।
২০০৯ সালে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ড. আতিউর রহমান বাংলাদেশের আর্থিক খাতে সামাজিক ও পরিবেশবান্ধব অর্থায়নের তাগিদ সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, চিফ ইকোনমিস্ট ড. বিরূপাক্ষ পাল, ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, এস.কে. সুর চৌধুরী, আবু হেনা মো. রাজী হাসান ও মো. আবুল কাসেম, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী এবং গভর্নর ড. আতিউর রহমান।