মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের সক্ষমতা আছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
১০ হাজার কিলোমিটার নৌপথ খননের সক্ষমতা আছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
পক্ষকাল ডেস্ক -
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সৃষ্টি করা একটি চ্যালেঞ্জের কাজ। ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করার সক্ষমতা আমাদের আছে। এ সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জিডিপি’র হার ডাবল ডিজিটে উন্নীত করা হবে। নৌপথ খননে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তরা এগিয়ে আসছে, এটি একটি ভাল দিক।
মঙ্গলবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ‘মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কশপ অন ড্রেজিং: অপরচুনিটিজি এন্ড চ্যালেঞ্জেস’ এর উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
ওয়ার্কশপে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৭টি, মোংলা বন্দর কর্তৃপক্ষ দু’টি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি করে মোট ১১টি ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করছে। এ সব প্রকল্পের মাধ্যমে ৪৩ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ঘনমিটার ড্রেজিং করা হবে। ২০১৮-১৯ অর্থবছরে ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত এক কোটি ৮৭ লাখ ১৪ হাজার ঘনমিটার ক্যাপিটাল ও সংরক্ষণ ড্রেজিং বাবদ ২৮৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় হয়েছে।