মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » রোকেয়া হলের প্রাধ্যক্ষ’র পদত্যাগ দাবিতে ছাত্রীদের অবস্থান
রোকেয়া হলের প্রাধ্যক্ষ’র পদত্যাগ দাবিতে ছাত্রীদের অবস্থান
অনলাইন ডেস্ক-
রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদার পদত্যাগ ও হল সংসদে নতুন করে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে হলের মেয়েরা। ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্যান্য সব সংগঠনের প্রার্থীদের এই আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে।
তারা বলেছেন: প্রভোস্টের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা হল অফিসের সামনে অবস্থান করবে।
হলের অফিসের সামনে হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ফারহানা ফেরদৌসী সহ কয়েকজন আবাসিক শিক্ষকদের দেখা গেছে।
ছাত্রীরা এখন হলের ভেতরে মুল গেটের সামনে অবস্থান করছে।