নূর: রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের ভালোবাসা চাই
নুরের ফেস বুক থেকে_
‘কোন রাজনৈতিক দল বা গোষ্ঠীর সু-দৃষ্টি নয়, সাধারণ মানুষের ভালবাসা ও সমর্থন নিয়েই সামনে আগাতে চাই। আস্থা ও বিশ্বাস রাখুন’— সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ডাকসু’র নবনির্বাচিত ভিপি ও কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর এসব কথা লিখেন।
রবিবার দুপুর ১ টার দিকে নিজের ফেসবুকে স্ট্যাটাসটি দেয়ার পর থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, কেউ আবার সমালোচনা করছেন।
এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা। এ সময় আবাসন সঙ্কটসহ শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। ঢাবি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীকে পাশে পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
এর আগে, বিকাল ৪টার মধ্যে ডাকসুর ভিপি নুরুর হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা গণভবনে যান। সবশেষে গণভবনে পৌঁছান ডাকসুর ভিপি নুরুল হক নূর এবং সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।