রবিবার, ১৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ-লুট
আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ-লুট
ডেস্ক সংবাদ -
সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১৫টি বাড়ি ও দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। হাটগোপালপুর বাজার এলাকায় শনিবার রাত ১০টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে জেলা সদরের পদ্মাকর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে বিকাশের সমর্থকরা হাটগোপালপুর গ্রামে চেয়ারম্যান লিটুর সমর্থকদের দোকানপাট ও বাড়িঘরে হামলা চালায়। এসময় তারা ৫টি দোকান ও ১০টি বাড়িঘর ভাংচুর-লুটপাট ও একটি বাড়িতে অগ্নি সংযোগ করে।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঝিনাইদহের ফায়ার সার্ভিসের আধাঘণ্টার চেষ্টা আগুন নেভাতে সক্ষম হন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ইউএনবি।