শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » প্রয়োজনে দেশের বাইরে থেকে প্রকল্পের কনসালটেন্ট আনা হবে-প্রধানমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » প্রয়োজনে দেশের বাইরে থেকে প্রকল্পের কনসালটেন্ট আনা হবে-প্রধানমন্ত্রী
৪২২ বার পঠিত
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রয়োজনে দেশের বাইরে থেকে প্রকল্পের কনসালটেন্ট আনা হবে-প্রধানমন্ত্রী

পক্ষকাল সংবাদ : ২) ‘একটি বিষয় নজরে এসেছে। যখন প্রকল্প শেষ হয়ে যায়, তখন কে কোথায় যায় কোনো খোঁজ-খবর পাওয়া যায় না। গাড়ি কোথায় যায়, অফিস কী হয়, ম্যাপ, যন্ত্রপাতি, কম্পিউটারস- এগুলো প্রায়ই দেখা যাচ্ছে খোঁজে পাওয়া যায় না। এগুলোকে অবশ্যই যেখানে সারেন্ডার করার কথা, সেখানে সারেন্ডার করতে হবে।’ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি (জাতীয় অর্থনৈতিক পরিষদের) সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩) প্রধানমন্ত্রী বলেন, এটা কোনো নতুন অর্ডার নয়। আমি জানি, এটা আগেও ছিল। আর এই সম্পর্কে সরকার খুবই সচেতন।

৪) শেখ হাসিনা বলেন, জেলা ও উপজেলাভিত্তিক যেন মাস্টারপ্লান থাকে। প্রকল্পগুলোর যেন আপটুডেট ম্যাপ থাকে। প্রতি বছর যখন প্রকল্প করা হয়, তখন ওই ম্যাপের সঙ্গে মিলিয়ে করতে হবে। প্রকল্প করার সময় ফসলি জমি, নদী ও জলাশয় এড়িয়ে যেতে হবে।

৫) শেখ হাসিনা নির্দেশ দিয়ে আরও বলেন, এক প্রকল্পে একাধিক পরিচালক থাকতে পারবেন না এবং প্রকল্প পরিচালককে প্রকল্পের এলাকায় থাকতে হবে।

৬) শেখ হাসিনা দেশের এলাকাগুলোকে জোনিং করতে বলেছেন। শিল্প এলাকা, শিক্ষা এলাকা ও বসবাস এলাকা এগুলোকে চিহ্নিত করার জন্যও বলেছেন প্রধানমন্ত্রী।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)