এবার রাজধানীর কল্যাণপুরে লরির চাপায় শিক্ষক নিহত
পক্ষকাল সংবাদ-
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের মধ্যেই রাজধানীর কল্যাণপুরে লরির নিচে চাপা পড়ে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। তার নাম আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়দের তথ্যের বরাতে মিরপুর মডেল থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হচ্ছিলেন রাজ্জাক। এ সময় একটি তেলের লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি মেহেরপুর সদর এলাকায় বলে জানান এসআই মঞ্জুরুল ইসলাম।
মঙ্গলবার সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাস চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী।
ওই ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিনের মতো চলে তাদের কর্মসূচি। বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।