বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিনোদন » পাকিস্তানে গিয়ে ৫০-১০০ টা বোমা ফেলতে চান রাখী সাওয়ন্ত
পাকিস্তানে গিয়ে ৫০-১০০ টা বোমা ফেলতে চান রাখী সাওয়ন্ত
মুম্বই: ভারত-পাক অশান্তির মাঝে হঠাৎ শিরোনামে রাখী সাওয়ান্ত। কোনও ইস্যুতেই তো কথা বলতে ছাড়েন না! এটাকেই বা বাদ দেবেন কেন। দুই দেশের উত্তেজনা যখন তুঙ্গে, তখন রাখী সাওয়ন্ত বললেন পাকিস্তানে গিয়ে নাকি তিনি বোমা মেরে আসতে পারেন।
পুলওয়ামা হামলার পর ভারত সরকার যে পদক্ষেপ নিয়ে তার প্রশংসা করেছেন বলিউডের এই অভিনেত্রী। বলেছেন, ‘মোদীজি যা করছেন, ঠিক করছেন। ওনাকে আমি সাপোর্ট করি। উনি যা করার করছেন।’
রাখি আরও বলেছেন, তিনি নাকি দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারেন। তাঁর ইচ্ছে তিনি শত্রুদেশে ঢুকে ৫০-১০০টা বোমা ফেলে দিয়ে ধ্বংস করে আসবেন। সেইসঙ্গে পাকিস্তানে বন্দি পাইলট যেন নিরাপদে ফেরেন, সেটাও জানিয়েছেন রাখী।
- Advertisement -
রাখীর সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলে রেস্টলার খালিও। তিনিও বলেন, মোদী যা করছেন, ঠিক করছেন।
এদিকে, ইতিমধ্যেই ইসলামাবাদ থেকে রওনা দিয়েছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। সড়কপথে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনন্দন। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের ভারতীয় হাইকমিশনারের আধিকারিকরা। মনে করা হচ্ছে দুপুরের মধ্যে ওয়াঘা সীমান্তে পৌঁছবেন অভিনন্দন।
জানা যাচ্ছে, ভারতের তরফ থেকে পাকিস্তানের কাছে জানানো হয়েছে বিটিং রিট্রিট শুরু হওয়ার আগে যাতে অভিনন্দনকে ফেরানো যায়। কারণ সেই সময় বহু মানুষের ভিড় জমে সীমান্তে। আর সেজন্যে ভারতের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে পাকিস্তানকে।