শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » মসজিদে হামলা: নিহতদের স্মরণে দুই মিনিট নিরব ছিল নিউজিল্যান্ড
মসজিদে হামলা: নিহতদের স্মরণে দুই মিনিট নিরব ছিল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় নিহতদের স্মরণে আজ শুক্রবার দেশটিতে দুই মিনিটের নিরবতা পালন করা হয়েছে।
হামলার শিকার একটি মসজিদ আল নূর - ওই মসজিদে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন।
নিউজিল্যান্ডের অন্য ধর্মের অনেক নারী মুসলিমদের প্রতি সংহতি জানাতে হিজাব পড়ে সমাবেশে যোগ দেন।
শোক প্রকাশের এই হাজারো মানুষের সমাবেশে যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
গত শুক্রবারই জুম্মার নামাজের সময় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়।
রাষ্ট্রীয় রেডিও-টেলিভিশনে আজান প্রচারের পর গোটা নিউজিল্যান্ড দুই মিনিটের জন্য নিরব হয়ে গিয়েছিল।