শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » » এ বছর সাহিত্যে দুটি নোবেল পুরস্কার
এ বছর সাহিত্যে দুটি নোবেল পুরস্কার
সুইডিশ একাডেমির একজন সদস্যের স্বামীর যৌন হয়রানির ঘটনায় নোবেল ফাউন্ডেশন ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া থেকে বিরত ছিল। এই সংবাদ পুরনো হলেও নতুন খবর হচ্ছে, গত মঙ্গলবার ৫ মার্চ নোবেল ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দিলো, ২০১৯ সালে সাহিত্যে দুটি নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
সুইডিশ একাডেমির সাবেক সদস্য কবি ক্যাটারিনা ফ্রসটেনশনের স্বামী জ্যঁ ক্লদে আরনল্টের বিরুদ্ধে ২০১৮ সালের শুরুতে দুটি ধর্ষণের অভিযোগ ওঠে। এছাড়াও ফ্রসটেনশন অতীতে বেশ কয়েকবার বিজয়ীদের নাম ফাঁস করেছেন বলেও অভিযোগ ওঠে। এসব কারণে বাধ্য হয়েই নোবেল ফাউন্ডেশন পুরস্কার ঘোষণা বন্ধ রাখে।
এসব পরিবর্তন এবং সাহিত্যে পুনরায় নোবেল পুরস্কারের ঘোষণা সত্যিই আনন্দের। সাহিত্যমোদিরা এ ঘোষণাকে খুশি মনেই স্বাগত জানিয়েছেন। অন্যান্য বছরের মতো এবছর অক্টোবরের প্রথম সপ্তাহেই ঘোষিত হবে সাহিত্যের সবচেয়ে মর্যাদাকর এ পুরস্কার।