শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » » নিউজিল্যান্ডে ৫ বাংলাদেশির জানাজা সম্পন্ন
নিউজিল্যান্ডে ৫ বাংলাদেশির জানাজা সম্পন্ন
নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ৫ বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। জুমার নামাজের পর ক্রাইস্টচার্চে গণজানাজা শেষে দুই বাংলাদেশি ড. আবদুস সামাদ ও হোসনে আরাকে নিউজিল্যান্ডেই দাফন করা হয়। অপর ৩ বাংলাদেশি ওমর ফারুক, মোজাম্মেল হক ও জাকারিয়া ভুঁইয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। সময় টিভি, ইন্ডিপেনডেন্ট টিভি
ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দেশটির টিভি-রেডিওতে প্রচারিত হয় জুমার নামাজের আযান। এসময় মসজিদের বাইরে আয়োজিত নামাজের স্থানে গত শুক্রবারের (১৫ মার্চ) হামলায় নিহতদের জন্য ২মিনিট নিরবতা পালন করতে উপস্থিত ছিলেন দেশটির স্বয়ং প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। বিবিসি, আল-জাজিরা
হ্যাগলি পার্কের আল-নুর মসজিদের পাশে হাজারো উপস্থিতির মধ্যে জুমার খুৎবা পাঠের আগে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করেন জাসিন্ডা। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডবাসী আজ মুসলিমদের সঙ্গে শোক পালন করছে। আমরা একটি জাতি।’