প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার পরিবারের সাক্ষাৎ
ঢাকা রাজধানীর প্রগতি সরণি সড়কে সুপ্রভাত পরিবহনের বাসের ধাক্কায় নিহত বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তারা এই সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহাম্মেদ চৌধুরী, মা ফরিদা ফাতেমী ও ছোট ভাই ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
এদিকে গত ১৯ মার্চ সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রগতি সরণির সড়ক পার হতে গেলে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাস আবরার আহমেদ চৌধুরীকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ওইদিন রাতেই আবরার আহমেদ চৌধুরীর বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।