সড়কে মৃত্যুর পর নিরাপদ শবযাত্রায় -আরও ১৬
ডেস্ক-
বেপরোয়া গতির বাসের চাপায় রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেও থামছে না সড়কে প্রাণহানির ঘটনা। গত বৃহস্পতিবার সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের পর গতকাল শুক্রবার সড়কেই ঝরে গেল ১৬ প্রাণ। এর মধ্যে বরিশালেই হিউম্যান হলার (মাহিন্দ্র) ও বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যায় ৭ জন। নিহত ১৬ জনের মধ্যে ৩ শিশু রয়েছে।
বরিশাল অফিস জানায়, বরিশাল-বানারীপাড়া সড়কের তেতুলতলা নামক স্থানে যাত্রীবাহী মাহিন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৭ জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরো ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল বানারীপাড়া সড়কের তেতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিটরা জানান, হাসপাতালে নেয়ার পথে ৩ জন মারা যায়, অপর ৪ জন চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। মাহিন্দ্রটি বরিশাল থেকে বানারীপাড়ার দিকে যাচ্ছিলো, দুর্জয় পরিবহনের বাসটি বানারীপাড়া থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। সংঘর্ষে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়।
বিএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ আব্দুর রহমান মুকুল জানান, এ ঘটনায় থানায় মামলা হওয়ার ৪ ঘন্টার মধ্যে বাস চালক জলিলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বাস ও মাহিন্দ্রটি পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় নিহত?রা হলেন বরিশাল সরকারি বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী শীলা হালদার (২৪), মাহিন্দ্র’র চালক সোহেল (২৫), রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), অটোরিকশা চালক খোকন (৩৫), গৃহবধূ পারভীন (৩৫) ও গৃহবধূ মেহেরুন্নেছা (৪০)। গুরুতর আহত ৭ বছরের শিশু তায়িবকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে যাওয়ায় পথে তার মৃত্যু হয়।
এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মেজর জলিল সেতুর ওপরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেটকারের ধাক্কায় দীপ কর্মকার (১২) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত দীপ উজিরপুর পৌর এলাকার বাসিন্দা গোপাল কর্মকারের পুত্র।
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা জানান, গোদাগাড়ীতে ইঞ্জিন চালিত ট্রলির চাপায় আসাদুজ্জামান নূর নামের আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কাকনহাট পৌর এলাকার ডাকনির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আসাদুজ্জামান নূর তার মায়ের সাথে দাওয়াতে গিয়েছিল। দুপুরে খাওয়া-দাওয়া শেষে ছোট শিশুদের সাথে খেলাধুলা করছিলো। রাস্তা পার হওয়ার সময় ইঞ্জিন চালিত ট্রলির নিচে পড়ে মারা যায় ছোট্ট শিশুটি।
নরসিংদী প্রতিনিধি জানান, বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটিকে আটকাতে পারলেও পালিয়েছে ট্রাকের চালক। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করে। নিহতের লাশ ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু নাঈম (২৭) নামে মেঘনা ইকনোমিক জোনের এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আবু নাঈমের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলী নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো ব্যাটারিচালিত অটোর নিচে চাপা পড়ে আলাউদ্দিন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের সুলতান প্রাং এর ছেলে আলাউদ্দিন।
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, মঠবাড়িয়ায় নিজের টমটমের নিচে চাপা পড়ে ইব্রাহীম জমাদ্দার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাপলেজা সড়কে সোনাখালী বাজার সংলগ্ন এলাকায় টমটমটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন চালক। ইব্রাহিম উত্তর সোনাখালী গ্রামের আবদুল রফিক জমাদ্দারের ছেলে।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ১০ জন। বৃহস্পতিবার বিকেলে বাহুবলের যশপাল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ থেকে ছেড়ে আসা সিলেটগামী উজ্জল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ইট বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী আব্দুর রহমান(৩৫) ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা প্রতিনিধি জানান, শুক্রবার সকালে মাগুরায় যশোর সড়কের মঘিরঢাল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৩৫) নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে গাড়িটি উল্টে গেলে চালক আবুল হোসেন গুরুতর আহত হয়। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিত্সকরা তাকে মৃত বলে বলে জানায়।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরের মুজিবনগরে গরু বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক মিজানুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেদারগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান একই উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের জটু শেখের ছেলে।
সুত্র -ইত্তেফাক