পক্ষকাল ডেস্ক:: গত জুলাইতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উরুগুয়ের কাছে ১-২ গোলে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি পর্তুগালের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
প্রায় আট মাস পর ইউরো-২০২০’র বাছাইপর্বে জাতীয় দলে ফিরেছেন তিনি। কিন্তু প্রথম ম্যাচেই পেয়েছেন হোঁচট। ইউক্রেনের বিপক্ষে ম্যাচে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রোনালদোর পর্তুগালকে।
‘বি’ গ্রুপের ম্যাচে শুক্রবার (২২মার্চ) রাতে লিসবনে মুখোমুখি হয় পর্তুগাল-ইউক্রেন। গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছেন পর্তুগিজরা। তবে কাজের কাজ কিছুই হয়নি। স্বার্থ হাসিল করতে পারেননি তারা।
রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের বাইরে ছিলেন রোনাল্ডো। এ প্রথম পর্তুগালের হয়ে মাঠে নামলেন তিনি। কয়েকবার গোলের সুযোগও পেয়েছেন। তবে কাজে লাগাতে পারেননি। দলের অন্য সতীর্থরাও গোল আদায় করতে পারেননি।
ইউক্রেনও বেশ কয়েকটি সুযোগ পায়। তবে গোলমুখ খুলতে পারেনি দলটিও। অবশ্য ফেরার ম্যাচে থেকে সান্ত্বনাও পেতে পারেন রোনাল্ডো। দীর্ঘ বিরতির পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। প্রত্যাবর্তনের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে তাকে। সেখানে অন্তত হার এড়াতে পেরেছেন তিনি। এক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে জিতেছেন সিআর সেভেন।