সোমবার, ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » ছাত্রীর সাথে প্রধান শিক্ষকের অশালীন আচরণ, প্রতিবাদে ক্লাস বর্জন
ছাত্রীর সাথে প্রধান শিক্ষকের অশালীন আচরণ, প্রতিবাদে ক্লাস বর্জন
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ে মেয়েদেরকে অশালীন কথা বলার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ অভিযোগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান শিক্ষার্থীরা।
রোববার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এতে একাত্মতা প্রকাশ করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা। এর আগে, গতকাল শনিবার (২৩ মার্চ) একই দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এক অভিভাবক বলেন, স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে প্রায়ই বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ পাওয়া যায়। সেই সঙ্গে বঙ্গবন্ধুর নামেও কটুক্তি করার অভিযোগ রয়েছে। আমরা তার অপসারণ দাবি করছি।