তুরাগের দখল হওয়া জায়গা পুনরুদ্ধারে অভিযান চলছে
পক্ষকাল সংবাদ-
রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় তুরাগ নদের দখল হওয়া জায়গা উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে বেড়িবাঁধের সিন্নিরটেক এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।
জানা গেছে, গত ২৯ জানুয়ারি থেকে রাজধানীর আশপাশের নদ-নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। ঢাকার চারপাশের নদ-নদী দখলমুক্ত করে দূষণ রোধ ও নাব্যতা ফিরিয়ে আনতে অভিযান চালাচ্ছে সংস্থাটি।
দুই পর্বে চলা অভিযানে এখন পর্যন্ত বুড়িগঙ্গা ও তুরাগের ৬০ একর জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ২ হাজার ৭৯৬টি অবৈধ স্থাপনা। কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দ্বিতীয় পর্বের অভিযান শেষ হচ্ছে আজ।
তৃতীয় পর্বের অভিযান এপ্রিল থেকে শুরু হবে বলে সংস্থাটি জানিয়েছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, বুড়িগঙ্গা ও তুরাগ নদের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে পরিচালিত অভিযানের পর তীরভূমি সংস্কার করে ১০ হাজার সীমানা পিলার স্থাপন এবং নাব্যতা ফিরিয়ে দিতে নদীতে ড্রেজিং করা হবে। নদী তীরভূমি অংশ সংরক্ষণ করে ঢাকাবাসীর জন্য নদীকে বিনোদনের জায়গায় পরিণত করতে ৮৫০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে নদীপাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়ন, লাইটিং এবং ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হবে।