শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » এটা হত্যাকাণ্ড ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয়েছে-গণপূর্তমন্ত্রী
এটা হত্যাকাণ্ড ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয়েছে-গণপূর্তমন্ত্রী
রতিবেদক
রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডকে ‘দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বরেছেন তিনি। আজ শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘১৯৯৬ সালে ১৮ তলা এফআর টাওয়ার নির্মাণের অনুমোদন নেয়া হয়। কিন্তু ২০০৫ সালের এক নথিতে ভবনটি ২৩ তলা দেখা যায়। ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হলো কীভাবে? এ সম্পর্কিত কাগজপত্র রাজউকের রেকর্ডবুকে পাওয়া যায়নি।’
এ ঘটনায় গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান জানান মন্ত্রী। এ ত্রুটির জন্য যে বা যারাই জড়িত থাকুক, তাদের শাস্তি দেয়া হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারের ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো ৭৫ জন আহত হয়েছেন।