শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
শনিবার, ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » প্রত্যাহা‌রের পর সাস‌পেন্ড সেই দুই পু‌লিশ কর্মকর্তা
প্রথম পাতা » অপরাধ » প্রত্যাহা‌রের পর সাস‌পেন্ড সেই দুই পু‌লিশ কর্মকর্তা
৩৯০ বার পঠিত
শনিবার, ৩০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রত্যাহা‌রের পর সাস‌পেন্ড সেই দুই পু‌লিশ কর্মকর্তা

কিশোরগঞ্জ, ৩০ মার্চ- কি‌শোরগ‌ঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে আগের রাতে ব্যালট পেপারে সিল মারার ঘটনায় ‌কি‌শোরগ‌ঞ্জের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (অপরাধ) মো. শ‌ফিকুল ইসলাম ও ক‌টিয়াদী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মোহাম্মদ সামসুদ্দীন‌কে সাম‌য়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে। নির্বাচন ক‌মিশ‌নের নি‌র্দে‌শে তা‌দের প্রাথ‌মিকভা‌বে দুই মা‌সের জন্য বরখাস্ত করা হয়। এর আগে নির্বাচ‌নে অ‌নিয়মে প্র‌য়োজনীয় ব্যবস্থা না নেয়ায় তা‌দের প্রত্যাহার করা হয়।

গত ২৪ মার্চ পঞ্চম উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ক‌টিয়াদী উপ‌জেলা ভোট হওয়ার কথা ছিল। তবে আগের রা‌তে ঢালাওভা‌বে বি‌ভিন্ন কে‌ন্দ্রে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর প‌ক্ষে ব্যাল‌টে সিল মারা হয়। বিষয়‌টি অবগত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেন‌নি দা‌য়িত্বপ্রাপ্ত এ দুই কর্মকর্তা।

বিষয়‌টি জানার পর তাৎক্ষ‌ণিকভা‌বে এ দুই কর্মকর্তা‌কে নির্বাচন ক‌মিশ‌নের নি‌র্দেশে প্রত্যাহার করা হয়। সকা‌লে ভোটগ্রহণ শুরু হ‌লেও কিছুক্ষণ পর সকাল ১০টার দি‌কে স্থ‌গিত ক‌রে দেয়া হয় ক‌টিয়াদী উপ‌জেলা প‌রিষ‌দের ভোটগ্রহণ।

একই দিন কি‌শোরগঞ্জ জেলা রিটা‌র্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অ‌ফিসার মো. তাজুল ইসলাম প্রাথ‌মিক তদ‌ন্তে ৮টি কে‌ন্দ্রে রা‌তের বেলা ব্যাল‌টে সিল মারা হ‌য়ে‌ছে ব‌লে প্রমাণ পান। এ‌দিন নির্বাচন ক‌মিশ‌নে চি‌ঠি দি‌য়ে এ বিষ‌য়ে পরব‌র্তী ব্যবস্থা নেয়ার অনু‌রোধ জানা‌নো হয়। এরপরই গত ২৮ মার্চ অ‌ভিযুক্ত দুই পু‌লিশ কর্মকর্তা‌কে সাম‌য়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে চাকরিবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যধারা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

‌কি‌শোরগ‌ঞ্জ জেলা নির্বাচন কমিশন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই দুই পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত এবং চাকরিবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যধারা গ্রহণের বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) মো. কামাল উদ্দিন বিশ্বাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রত্যাহারের আদেশপ্রাপ্ত কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলামকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত এবং চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যধারা গ্রহণের বিষয়টি জানানো হয়েছে। একই দিন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপুলিশ পরিদর্শক বরাবরে একটি পত্র দেয়া হয়েছে।

অন্যদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. সাবেদ উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রত্যাহারের আদেশপ্রাপ্ত কটিয়াদী থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত এবং চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যধারা গ্রহণের বিষয়টি জানানো হয়েছে। তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপুলিশ পরিদর্শক বরাবরে একটি পত্র দেয়া হয়েছে।

‌নির্বাচন ক‌মিশ‌নের এক‌টি সূত্র জানায়, ২৪ মার্চ নির্বাচ‌নের আগের রা‌তে ৪০-৫০ জ‌নের মু‌খোশধারী ও মোটরসাই‌কেল আরোহী একদল দুর্বৃত্ত বি‌ভিন্ন ভোট‌কে‌ন্দ্রে হামলা ক‌রে। তারা দে‌শীয় অ‌স্ত্রের ম‌ু‌খে নির্বাচনী কর্মকর্তা‌দের জি‌ম্মি ক‌রে নৌকার ব্যাল‌টে সিল মা‌রে। সা‌র্বিক ঘটনা তদ‌ন্তে এক‌টি উচ্চ পর্যা‌য়ের তদন্ত টিম কাজ কর‌ছে ব‌লে জানা গে‌ছে।



এ পাতার আরও খবর

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে
ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার
সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল
চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত
বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)