বাংলাদেশ-ভারত শীর্ষ গোয়েন্দাদের সভা অনুষ্ঠিত
ডেস্ক- ০১ এপ্রিল- বাংলাদেশ-ভারত কাস্টমস গোয়েন্দাদের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ফার্স্ট ডিজি লেভেল টকস’ বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম ও ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টিলিজেন্সের মুখ্য মহাপরিচালক দেবী প্রসাদ দাস।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ডিজি ড. মো. সহিদুল ইসলাম বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সভায় বাংলাদেশের পক্ষে উল্লেখযোগ্য আলোচ্য বিষয় ছিল- তথ্যের আদান-প্রদানের জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্বাচন, টেলিফোনে হটলাইন স্থাপন, সংবেদনশীল বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্যের আদান-প্রদানের লক্ষ্যে শক্তিশালী ও নিশ্ছিদ্র ইলেকট্রনিক প্রযুক্তি স্থাপন, বিশেষ বাণিজ্য সুবিধার চুক্তির অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা ও তা দূর করতে কার্যকর পদ্ধতির উদ্ভাবন করা।
অপরদিকে, ভারতীয় পক্ষের উল্লেখযোগ্য আলোচ্য বিষয়ের মধ্যে ছিল-স্বর্ণ, মুদ্র ও বিলুপ্তপ্রায় প্রাণীর চোরাচালান রোধে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, তথ্যের আদান-প্রদান ও বিশেষ অভিযান পরিচালনা করা। বাংলাদেশ থেকে পাম অয়েল রফতানির ক্ষেত্রে উৎস দেশ (কান্ট্রি অব অরিজিন) সনদে ভুল তথ্য সন্নিবেশ করে বিশেষ বাণিজ্য সুবিধা নেয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
ডিজি আরো জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো: ফোকাল পয়েন্ট নির্বাচন, তথ্যের আদান-প্রদানের ক্ষেত্রে ত্রুটিমুক্ত, নিশ্ছিদ্র ও শক্তিশালী পদ্ধতি উদ্ভাবনের ক্ষেত্রে কারিগরি কমিটি গঠন। বিশেষ বাণিজ্য সুবিধা (সাপটা) চুক্তি অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কমিটিগুলোকে সহায়তা করা। স্বর্ণ, মাদক ও মুদ্রা চোরাচালান রোধে প্রি-অ্যাকশন ও পোস্ট অ্যাকশন তথ্যের আদান প্রদান। পরিবেশ সুরক্ষা ও জীব বৈচিত্র সংরক্ষণে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, যাত্রী পর্যায়ে স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে বিশেষ অভিযান পরিচালনা করা।
আগামী ২০২০ সালে ভারতের দিল্লীতে সুবিধাজনক সময়ে উভয়দেশের মধ্যে দ্বিতীয় ডিজি লেভেল টকস অনুষ্ঠিত হবে ।