মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » » আলজেরিয়া: মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করছেন বুতেফলিকা
আলজেরিয়া: মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করছেন বুতেফলিকা
পক্ষকাল সংবাদব ডেস্ক
প্রবল সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুলআজিজ বুতেফলিকা বলেছেন, তিনি চলতি মাসের শেষ নাগাদ মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আলজেরিয়া প্রেস সার্ভিস প্রেসিডেন্ট বুতেফলিকার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে গতকাল (সোমবার) এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিল প্রেসিডেন্ট বুতেফলিকার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনি তার আগেই পদত্যাগ করবেন।
গত ফেব্রুয়ারি মাসে ৮২ বছর বয়সি প্রেসিডেন্ট বুতেফলিকা আলজেরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পঞ্চমবারের জন্য প্রার্থী হবেন বলে ঘোষণা করেন। তার এ ঘোষণা দেশটির জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং জনতা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে।
আলজেরিয়ায় বিক্ষোভ
বিক্ষোভকারীরা বলছেন, দেশের রাজনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে এবং তরুণ সমাজের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সরকার বিরোধীরা এই আশঙ্কা করছেন যে, দেশের সেনাবাহিনী ও কায়েমি স্বার্থবাদী ব্যবসায়ীদের রক্ষা করতে যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান বুতেফলিকা।
গতমাসে সরকার বিরোধী বিক্ষোভ প্রবল আকার ধারণ করার পর বুতেফলিকা আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন না বলে ঘোষণা করেন। এবার তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।