বুধবার, ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বিশেষ হেলিকপ্টার কেনা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে
বিশেষ হেলিকপ্টার কেনা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে
পক্ষকাল প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার জানিয়েছেন, ফায়ার সার্ভিসের জন্য বিশেষ হেলিকপ্টার কেনা হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ফায়ার সার্ভিসের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার কেনা হচ্ছে। এই হেলিকপ্টার দিয়ে আগুনের মতো দুর্ঘটনায় উদ্ধারকাজ এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করা যাবে। ফায়ার সার্ভিসকে আরও একটিভ ও শক্তিশালী করতে যা যা করা দরকার সব করা হবে।’
সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বনানীতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস অনেক দক্ষতার সাথে কাজ করেছে। কিন্তু উৎসুক জনতার কারণে তাদের ঘটনাস্থলে পৌঁছাতে ১০/১৫ মিনিট সময় বেশি লেগেছিল।’
পুলিশ অফিসারদের অপরাধের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে অপরাধ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ‘আইন-শৃঙ্খলা বাহিনী বা অসৎ পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে। আইন শৃংখলা বাহিনীর যে বাহিনীই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।