বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দেশের উন্নয়নে সঠিক নীতি প্রনয়ণ প্রশিক্ষণের বিকল্প নেই-প্রতিমন্ত্রী ফরহাদ
দেশের উন্নয়নে সঠিক নীতি প্রনয়ণ প্রশিক্ষণের বিকল্প নেই-প্রতিমন্ত্রী ফরহাদ
পক্ষকাল সংবাদ-বুধবার ঢাকার আগারগাঁও এ বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) এ সরকারী ও বেসরকারি কর্মকর্তাদের জন্য আয়োজিত পলিসি অ্যানালাইসিস কোর্সের সেমিনার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নে সঠিক নীতি প্রনয়ণ ও যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের বিকল্প নেই ।
তিনি বলেন, মন্ত্রণালয় ও বিভাগের অন্যতম দ্বায়িত্ব হলো নীতি প্রনয়ণ ও বাস্তবায়ন । এক্ষেত্রে উৎকর্ষ অর্জনে সংশ্লিষ্ট সকলকে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ।
তিনি আরো বলেন, বিগত দশ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে অনন্য স্থান করে নিয়েছে । এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত করতে আরো দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে ।
প্রতিমন্ত্রী মানবসম্পদ উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহবান জানান । এসময় তিনি প্রশিক্ষণের মাধ্যমে দেশের মানবসম্পদকে আরো দক্ষ করে গড়ে তুলতে বিআইজিএম এর ভূমিকারও প্রশংসা করেন ।
বিআইজিএম এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. মতিউল ইসলামের সভাপতিত্বে স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টম্যান্ট প্রোগ্রাম (SEIP) এর উপ-নির্বাহী প্রকল্প পরিচালক ফজলুল বারি, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আব্দুর রহিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ।
বিআইজিএম এর পরিচালক ড. মোহাম্মদ তারেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ।
উল্লেখ্য দশ সপ্তাহ মেয়াদী এই কোর্সে পয়ত্রিশ জন সরকারী ও বেসরকারি কর্মকর্তা অংশগ্রহণ করছেন