শনিবার, ৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » » অদ্ভুত মরন রাজা আলেকজান্ডার
অদ্ভুত মরন রাজা আলেকজান্ডার
প্রথমেই বলে রাখা ভালো, এই রাজা আমাদের সকলের পরিচিত ‘আলেকজান্ডার দ্য গ্রেট’ নন। বরং বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি গ্রিসের সিংহাসনে বসেছিলেন। অবশ্য ক্ষমতার স্বাদ বেশি দিন পাননি তিনি। ক্ষমতারোহণের মাত্র তিন বছর পরই রাজ-চিড়িয়াখানার এক বানরের কামড়ে মারা যান আলেকজান্ডার। তখন তার বয়সও ছিলো অল্প, মাত্র ২৭ বছর।
রাজা একদিন তার পোষা কুকুরের সাথে হেঁটে বেড়াচ্ছিলেন। এমন সময় চিড়িয়াখানার এক বানরের সাথে বিবাদে জড়িয়ে পড়ে কুকুরটি। নির্বোধ প্রাণীগুলোকে থামাতে গিয়েই একটি বানরের কামড় খেয়ে বসেন রাজা। তার ক্ষতস্থানটি পরিষ্কার করে ড্রেসিংও করে দেয়া হয়েছিল। রাজাও বিষয়টিকে এতটা আমলে না নিয়ে রাজকার্যে মনোযোগ দেন।
কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে রাজার, কারণ ক্ষতস্থানটি ঠিকমতো পরিষ্কারই করা হয়নি। ফলে সেটি আস্তে আস্তে তার দেহে প্রভাব ফেলতে থাকে। কোনো চিকিৎসক যদি রাজার পা কেটে ফেলার সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলেই হয়তো বাঁচানো যেত তাকে। কিন্তু কেউই সেই পরামর্শটি দেবার মতো সাহস করে উঠতে পারেনি। টানা তিন সপ্তাহ রোগে ভুলে অবশেষে ১৯২০ সালের ২৫ অক্টোবর মারা যান তরুণ এই রাজা।