ড. কামাল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন
নিজস্ব প্রতিবেদক -
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। সোমবার দুপুর ১২টার কিছু পরে স্ত্রী হামিদা হোসেনকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক মোস্তফা মোহসিন মন্টু ড. কামালের বিদেশ যাওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্যার বেশ কয়েকদিন ধরে কিছুটা অসুস্থতা বোধ করছেন। সেজন্য উন্নত চিকিৎসা নিতে আজ দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। আগামী ১৫ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, ড. কামাল হোসেন এর আগেও হাঁটুর চিকিৎসার জন্য চলতি বছরের ১৯ জানুয়ারি সিঙ্গাপুরে যান।