শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ
৩৯৬ বার পঠিত
সোমবার, ৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

পক্ষকাল ডেস্ক-
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে প্রথমে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেদেসআন্দোলনকারীরা জানায়, তারা এ আন্দোলন থেকে সরবে না। ভিসি ড. এসএম ইমামুল হকের পদত্যাগ কিংবা তার বাধ্যতামূলক ছুটি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলোনকারী শিক্ষার্থী সজিব উদ্দিন জানান, যতক্ষন পর্যন্ত ভিসি স্যার পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তিনি বলেন, এর আগেও ভিসি স্যার আমাদের বিভিন্ন সময় হেনস্থা করেছেন।

এর আগে শনিবার বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে বিভাগীয় প্রশাসন। শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৫- সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অন্যরা।

সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের কিছু দাবির সঙ্গে আমরা একমত। তাদের দাবি অনুযায়ী উপাচার্যকে ছুটিতে পাঠানো কিংবা তাকে আর দায়িত্ব পালন করতে না দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হবে। পাশাপাশি আবাসিক হল ও ডাইনিং খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, উপাচার্যের পদত্যাগ কিংবা তাকে ছুটিতে পাঠানোর বিষয়ে লিখিত প্রমাণ ছাড়া আন্দোলন প্রত্যাহার করতে অসম্মতি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের বক্তব্য, উপাচার্যের পদত্যাগ কিংবা ছুটিতে পাঠানোর লিখিত প্রমাণ ছাড়া ক্লাস-পরীক্ষায় কেউ অংশ নেবে না। প্রশাসন বিশ্ববিদ্যালয় চালু রাখলেও ক্লাস-পরীক্ষা চলবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে কোনো ধরনের অনাকঙ্ক্ষিত ঘটনা যেনো সৃষ্টি না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)