সোমবার, ৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » » যান্ত্রিক ত্রুটি শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ
যান্ত্রিক ত্রুটি শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ
পক্ষকাল ডেস্ক-
যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।
আজ সোমবার (৮ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সবাই নিরাপদে আছে বলে জানা গেছে।
জানা গেছে, বিমানটি সিঙ্গাপুর থেকে ঢাকা আসছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমনটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সবাই নিরাপদে আছে।