শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » আগামী দিনের চ্যালেনজ মোকাবিলায় কর্মদক্ষ ও মেধাবী কর্মকর্তা প্রয়োজন-ফরহাদ হোসেন
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » আগামী দিনের চ্যালেনজ মোকাবিলায় কর্মদক্ষ ও মেধাবী কর্মকর্তা প্রয়োজন-ফরহাদ হোসেন
৩৮০ বার পঠিত
সোমবার, ৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী দিনের চ্যালেনজ মোকাবিলায় কর্মদক্ষ ও মেধাবী কর্মকর্তা প্রয়োজন-ফরহাদ হোসেন

পক্ষকাল সংবাদ - সোমবার ঢাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন আগামী দিনের চ্যালেনজ মোকাবিলায় আরো কর্মদক্ষ ও মেধাবী কর্মকর্তা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে। এর পেছনে মেধাবী ও কর্মস্পৃহ সরকারী কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । তাই আগামী দিনেও বিভিন্ন চ্যালেন্জ মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আরো বেশী মেধাবী ও কর্মনিষ্ঠ কর্মকর্তা নিয়োগ প্রদান করতে হবে ।
তিনি আরো বলেন, সারাবিশ্ব যখন জঙ্গিবাদ মোকাবিলায় বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, তখন বাংলাদেশ সফলভাবে জঙ্গীবাদ মোকাবিলা করে দেশের উন্নয়নে ধারা অব্যাহত রেখেছে। জঙ্গীবাদ মোকাবিলাসহ অন্যান্য চ্যালেন্জ মোকাবিলা করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকারী কর্মকর্তা-কর্মচারিদের আরো নিষ্ঠার সাথে কাজ করতে হবে ।
এসময় প্রতিমন্ত্রী সারাদেশ হতে দক্ষ ও মেধাবী কর্মকর্তা বাছাইয়ে পিএসসি’র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন । তিনি বলেন, পিএসসি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মেধাবী ও যোগ্য কর্মকর্তা বাছাইয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তা সত্যিই প্রসংশনীয় । ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির এ সুনামের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, ড. আব্দুল জব্বার খাঁন বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব ও. এন. সিদ্দিকা খানম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)