সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » উর্মিলা মাতণ্ডকরের মিছিল ঘিরে বিজেপি-কংগ্রেস হাতাহাতি
উর্মিলা মাতণ্ডকরের মিছিল ঘিরে বিজেপি-কংগ্রেস হাতাহাতি
মুম্বই: কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতণ্ডকরের নির্বাচনী প্রচার মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড৷ মুম্বই নর্থের প্রার্থী উর্মিলা সোমবার কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে বেড়িয়েছিলেন৷ সেখানেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উর্মিলার সমর্থকরা বলে অভিযোগ৷ মুম্বইয়ের বোরিভেলিতে এই ঘটনা ঘটেছে৷
পুলিশ সূত্রে খবর বোরিভেলি রেল স্টেশনের বাইরে মোদীর নামে শ্লোগান দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা৷ সেখানে আচমকাই চলে আসে উর্মিলার মিছিল৷ তারপরেই জায়গা দখল ঘিরে হাতাহাতি বাঁধে দুই দলের সমর্থকদের মধ্যে৷ ঝামেলা শুরু হতেই বোরিভেলি পুলিশ স্টেশনে চলে যান উর্মিলা৷
কথা বলেন সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে৷ এই বিষয়ে একটি অভিযোগও দায়ের করেছেন তিনি৷ এই ঘটনার পরেই উর্মিলাকে বিশেষ পুলিশি নিরাপত্তা দেওয়া হয়৷ কংগ্রেস সূত্রের খবর এই ঘটনা নিয়ে তিনি একটি সাংবাদিক বৈঠকও করতে পারেন৷
প্রসঙ্গত বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর একটি টেলিভিশন শো’তে উপস্থিত হয়ে হিন্দু ধর্ম সবথেকে হিংসাত্মক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন৷ এই মন্তব্য হিন্দুদের ভাবাবেগকে আঘাত করেছে এই অভিযোগে তুলে এই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা সুরেশ নাকহুয়া৷
সদয কংগ্রেসে যোগ দিয়েছেন একসময় বলিউড কাঁপানো অভিনেত্রী৷ মুম্বই নর্থ কেন্দ্র থেকে লোকসভা আসনের প্রার্থী হয়েছেন৷ কংগ্রেসে যোগ দেওয়ার একদিন পরেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিনেত্রী৷ জানান, পাঁচ বছরে দেশে অসহিষ্ণুতা বেড়েছে৷ হিংসার বাতাবরণ ছড়িয়েছে৷
উর্মিলা বলেন, বর্তমান সময়ে সব কিছুতে ও সবার প্রতি হিংসা এবং অসহিষ্ণুতা অনেক বেড়ে গিয়েছে৷ যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না৷ তিনি আরও জানান, নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুধর্ম সবথেকে বেশি হিংসাত্মক হয়ে উঠেছে। তিনি বলেন, যে ধর্ম সবথেকে বেশি শান্তিপ্রিয় ছিল, সেই ধর্মই আজ হিংসাত্মক হয়ে উঠেছে। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী সরকারের আমলে এটাই আমি সবথেকে বেশি ঘৃণা করি।’