সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » সুদানের সামরিক পরিষদকে সমর্থন দিলো সৌদি আরব
সুদানের সামরিক পরিষদকে সমর্থন দিলো সৌদি আরব
বিদেশ ডেস্ক -
সুদানের ৩০ বছরের স্বৈরশাসক ওমর আল-বশিরের পদত্যাগের পর দেশটিতে যে অন্তর্বর্তী সামরিক পরিষদ গঠিত হয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছে সৌদি রাজতন্ত্র।
সৌদি সরকারের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, ‘সুদানি জনগণের জীবন এবং সম্পদের সুরক্ষা দেয়ার লক্ষ্যে পরিষদ যেসব পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করেছে তার প্রতি আমাদের সমর্থন আছে। আমরা সুদানি জনগণের পাশে আছি। আমরা দৃঢ় আশাবাদী যে, পরিষদ যেসব পদক্ষেপ নিয়েছে তার ফলে ভ্রাতৃপ্রতিম দেশ সুদানে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে।’
সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, সুদানি জনগণের জন্য গম, জ্বালানি পণ্য এবং ওষুধসহ মানবিক ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে রিয়াদ।
প্রসঙ্গত, কয়েক মাস ধরে প্রচণ্ড বিক্ষোভ চলার পর ১৯৮৯ সাল থেকে সুদান শাসন করে আসা প্রেসিডেন্ট আল-বশির এক সামরিক অভ্যুত্থানের মুখে পদত্যাগে বাধ্য হন। এর পর দেশটির সামরিক বাহিনী দুই বছরের জন্য একটি অন্তবর্তীকালীন সামরিক পরিষদ গঠন করেছে।