নাইজেরিয়ায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন
ডেস্ক - নাইজেরিয়ার রাজধানী আবুজাস্থ বাংলাদেশ বাংলাদেশ হাইকমিশনবাংলানববর্ষ - ১৪২৬ উদযাপনউপলক্ষ্যে ১৪ এপ্রিল ২০১৯ একটিআলোচনাসভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিকঅনুষ্ঠানেরআয়োজনকরে। সুমধুরগান, দৃষ্টিনন্দন নাচ, আবৃত্তিএবংঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে নতুন বছরকেবরণ করে নেয়াহয়।
হাইকমিশনারজনাব মোঃশামীমআহসান,এনডিসিআমন্ত্রিতঅতিথিদের সাথে নববর্ষেরশুভেচ্ছাবিনিময়করেন। তারশুভেচ্ছা বক্তব্যে তিনিবাঙালিসংস্কৃতিরঅসাম্প্রদায়িক চেতনারকথাতুলেধরতেগিয়েসম্প্রতিইউনেস্কো কর্তৃক “মঙ্গল শোভাযাত্রা”কে“মানবজাতিরবিমূর্ত সাংস্কৃতিকঐতিহ্য”হিসেবে স্বীকৃতি দানেরকথাউল্লেখকরেবলেন যে এটিনববর্ষ উদযাপনেএকটিনতুনমাত্রা যুক্ত করেছে। দেশে ও প্রবাসেবসবাসরতসকলবাঙালিরজন্য নববর্ষ আরোসুখ ও শান্তিবয়েআনবেবলেতিনিআশাবাদ ব্যক্ত করেন।অন্যান্য বক্তারাও নববর্ষকে স্বাগতজানিয়ে বক্তব্য রাখেন। এরপর মঙ্গল শোভাযাত্রারউপরএকটিপ্রামাণ্য চিত্রপ্রদর্শনকরাহয়।
আলোচনাসভার পরেএকটি মনোজ্ঞ সাংস্কৃতিকঅনুষ্ঠানেরআয়োজনকরাহয়।সাংস্কৃতিকঅনুষ্ঠানেনাইজেরিয়াররাজধানীআবুজায়বসবাসরতপ্রবাসীবাংলাদেশী ও ভারতের পশ্চিমবঙ্গের প্রবাসীশিল্পীরাসহহাইকমিশনএরকর্মকর্তা ও কর্মচারীবৃন্দএবংতাদের পরিবারেরসদস্যবৃন্দ অংশগ্রহণকরেন।
বৈশাখেরঐতিহ্য এবং দেশেরআবহমানসংস্কৃতিরপরিচায়কহস্তশিল্পসামগ্রীসহঅন্যান্য উপাদানদিয়ে সুসজ্জিত মিলনায়তনেঅনুষ্ঠিতবর্নাঢ্য আয়োজনেসাংবাদিকসহসুশীলসমাজেরসদস্য, প্রবাসী ওপশ্চিমবঙ্গের বাঙ্গালিরা ব্যাপকভাবেঅংশগ্রহণকরেন।
আমন্ত্রিতঅতিথিদের ঐতিহ্যবাহীবাঙালিখাবারেআপ্যায়িতকরাহয়।