বিএনপির আরও ৪ এমপি শপথ নিচ্ছে
পক্ষকাল সংবাদ- আগামী সোমবারের (২৯ এপ্রিল) মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাস ছাড়া বাকি ৪ এমপি শপথ নিবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এ উপলক্ষ্যে সংসদ সচিবালয় সব ধরনের প্রস্ততি নিচ্ছে।
সূত্র জানায়, গণফোরামের সুলতান মোহম্মদ মনসুর ও মোকাব্বির খানের পথেই হাঁটেছেন বিএনপির জাহিদুর রহমান। ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির এ সংসদ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগমগীর শপথ না নিলেও বাকি চারজন শপথ নেওয়ার পক্ষে ইতিবাচক মনোভাব পোষণ করেন বলেও জানান জাহিদুর রহমান।
জাহিদুর রহমান বলেন, আমাদের মধ্যে আলোচনা হয়েছে, শুধু মহাসচিব ছাড়া সবাই শপথ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। আশা করি, সোমবারের মধ্যে তাদের দেখা যাবে।
দলের মহাসচিবের বিষয়ে তিনি বলেন, এটা সম্ভব নয়। তিনি আমাদের পার্টির মহাসচিব। একজন সংসদ সদস্য ও পার্টির মহাসচিবের মধ্যে মহাসচিব পদটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, একটা পার্টিতে একজনই মহাসচিব হয়ে থাকেন।
শপথ নেওয়ার কারণ ব্যাখ্যা করে জাহিদুর রহমান আরও বলেন, বাইরে থেকে কেন্দ্রীয় নেতারা তো কিছু করতে পারছেন না। আমাদের নেত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় কারাগারে। দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হচ্ছে। তারা জেলে আছেন। বাইরে থেকে কিছুই হচ্ছে না। সুতরাং, বাইরে থেকে লাভ কী? তার চেয়ে ভেতরেই যাই, অন্তত চিৎকার করে কথা তো বলতে পারব।
নেত্রীর মুক্তির বিষয়ে সংসদে দাঁড়িয়ে আওয়াজ তুলতে পারব। দলীয় নেতাকর্মীদের মামলার বিষয়ে কথা বলাই হবে আমার প্রথম কাজ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় ঐক্যফ্রন্ট ও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান এমপি হিসেবে শপথ নেওয়ায় বিএনপির নির্বাচিতরাও একই পথে হাঁটতে পারেন বলে গুঞ্জন শুরু হয়। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির শর্তে বিএনপির এমপিরা শপথ নেবেন বলেও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান।
তবে এসব গুঞ্জন অস্বীকার করে বিএনপির নির্বাচিতরা সংসদে যাবেন না বলে ঘোষণা দেন বিএনপির শীর্ষ নেতারা। সর্বশেষ গত সোমবার দলের স্থায়ী কমিটির এক বৈঠকে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত বহাল এবং কেউ শপথ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা যায়। তবে এসব সিদ্ধান্ত পাত্তা না দিয়ে সুলতান মনসুর ও মোকাব্বির খানের পথেই হাঁটলেন বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান। বাকিরা পাছে আছেন।
এদিকে বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা মো. মোশাররফ হোসেন বলেন, শপথের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। দলের দিকে তাকিয়ে আছি। ২৯ তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে আমি আমার সিদ্ধান্ত নেব।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত মো. আমিনুল ইসলাম বলেন, এখনও দলের সিদ্ধান্তেই আছি। দলের সর্বশেষ সিদ্ধান্ত দেখি, বুঝি তারপর সিদ্ধান্ত নেব। শপথ নিয়ে মানসিকভাবে কষ্টে আছেন বলেও তিনি উল্লেখ করেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মো. হারুনুর রশীদ বলেন, শপথের বিষয়ে এখনও দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দেখি কী হয়। এখনও সময় আছে। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাব কি না, সেটা আরও পরে বলা যাবে। শেষ সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এ বিএনপি নেতা।