শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ ও কর্মসংস্থানের অধিকার কেড়ে নেয়ার চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ ও কর্মসংস্থানের অধিকার কেড়ে নেয়ার চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান
পক্ষকাল সংবাদ-শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ-স্কপ আজ ২৭ এপ্রিল সকাল ১১.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ ও কর্মসংস্থানের অধিকার কেড়ে নেয়ার চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে হকারদের নিয়ে বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন স্কপ নেতৃবৃন্দ জনাব আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতন, নঈমুল আহসান জুয়েল, মাহাবুবুল আলম, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, হকার নেতা সেকান্দার হায়াৎ, মোঃ জসীম।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রায় ১০ লাখ হকার দেশের অর্থনীতিতে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকার অবদান রাখছে। নিজেরাই তাদের আত্মকর্মসংস্থান এর ব্যবস্থা করছে এবং এ থেকে যা আয় করছে তা দিয়ে পরিবার পরিজন নিয়ে কোনরকমে জীবন যাপন করছে। কিন্তু সরকার বা প্রশাসন তাদের কোন বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করছে, এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। বক্তাগণ বলেন বছর প্রায় ২০-২২ লাখ মানুষ চাকুরির বাজারে আসে কিন্তু সরকারিভাবে মাত্র ১-১.৫ লাখ মানুষের কাজের ব্যবস্থা হয়। বাকিরা কিভাবে চলে, এদের একটি অংশ সামান্য পুঁজি নিয়ে খোলা আকাশের নীচে রোদ-বৃষ্টি-ঝড়, পুলিশ-মাস্তানকে মোকাবিলা করে নিজের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে। কিন্তু সরকার বা প্রশাসন কর্মসংস্থানের এই অধিকার হরণ করার চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে হকাররা যখন প্রতিরোধ বা প্রতিবাদ করছে তখন তাদের উপর জুলুম নির্যাতন করছে, মামলা-হামলা-গ্রেফতার করছে।
স্কপ নেতৃবৃন্দ অবিলম্বে হকার সংগ্রাম পরিষদের দাবি মেনে সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ি হকারদের ব্যবসা করার অধিকার ও বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।