রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » কোনো শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত থাকবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কোনো শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত থাকবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প[অক্ষকাল সংবাদ-
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অবহেলিত থাকবে না। আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও বেশি ভবন নির্মাণ ও একাডেমিক সব সুবিধা যেন শিক্ষার্থীরা পায়, তার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে ইউএনও নাহিদা আক্তার, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন সকালে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন।