হেলেনা জাহাঙ্গীরের ইফতার অনুষ্ঠানে সিনেমার গান
অপরাধ ডেস্কঃ ইফতার অনুষ্ঠানে গান গেয়ে সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন হেলেনা জাহাঙ্গীর। আজ শুক্রবার দুপুর ১টার দিকে নিজের ফেসবুকে পাতায় একটি পোস্ট দিয়ে ক্ষমা চান তিনি।
হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘এই পোস্টের একটি গান খুব ভাইরাল-ট্রল হচ্ছে। এই ওদেখা ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর যারা কষ্ট পাচ্ছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
হেলেনা জাহাঙ্গীর আরও বলেন, ‘ওই দিন ফাউন্ডেশনের চারজনের জন্মদিন থাকার কারণে ইফতারের পর কেক কাটা ও আনন্দে সামান্য গান করা হয়েছিল, অনেকদিন পর দেখা হওয়ার কারণে। ব্যানারটি খুলে জয়যাত্রা ফাউন্ডেশনের চারজনের কেক কাটা উচিত ছিল বলে আমি মনে করি। ভুল মানুষেরই হয়। আল্লাহ সকালের ভুল ক্ষমা করুন, আমিন।’
জয়যাত্রা ফাউন্ডেশনের গত ২৫ মের ওই ইফতার অনুষ্ঠানের কয়েকটি ছবি দিয়েও পোস্ট করেনহেলেনা জাহাঙ্গীর। সেখানে তিনি বলেন, ‘সত্যের পথে অবিরাম যাত্রাকে ধারণ করে জয়যাত্রা ফাউন্ডেশনের পথযাত্রা শুরু হয়ে অনেক আগেই। ব্যস্ততায় অনেক দিন মজা করা হয় নাই। জয়যাত্রা ফাউন্ডেশনের আজীবন সদস্য সেলিনার আয়োজনে স্কাইশেইফ রেস্টুরেন্টে জয়যাত্রার ইফতার মাহফিল, জয়যাত্রার চারজন সদস্যের জন্মদিন, আমাকে ফুলের শুভেচ্ছা। আমাদের এই জয়যাত্রা যেমন মানব সেবায় নিয়োজিত তেমনি আছে আনন্দ ও বন্ধন। আল্লাহ আমাদের এই যাত্রাকে কবুল করে নিন। শত্রু নিপাত যাক। সেলিনার জন্য অনেক অনেক শুভকামনা।’