ফরিদপুরে সকল অন্যায় প্রতিরোধের আহ্বান
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে সকল ধরণের চাঁদাবাজীসহ সকল ধরণের অন্যায় প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার সকালে ফরিদপুর শহরতলীর বদরপুরে আফসানা মঞ্জিলে জেলার কর্মরত সংবাদকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন ব্যবসা প্রতিষ্ঠান বা যেখানেই চাঁদাবাজির ঘটনা ঘটলে লিখবেন। লিখলে সাথে সাথে ব্যবস্থা নিতে পারি। তিনি বলেন, চাঁদাবাজদের আমার কাছে কোন স্থান নাই।
মন্ত্রী বলেন, ফরিদপুরে আইনশৃঙ্খলাসহ সর্ব ক্ষেত্রে আমুল পরিবর্তন হয়েছে। ঐতিহ্যবাহী জেলা ফরিদপুরকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগীতা চাই।
মন্ত্রী বলেন, ফরিদপুরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে।
এসময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো: কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ও সিনিয়র সদস্যসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।