মঙ্গলবার, ৪ জুন ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » অস্ট্রেলিয়ার রেস্তোরাঁয় এলোপাথাড়ি গুলি, নিহত ৪
অস্ট্রেলিয়ার রেস্তোরাঁয় এলোপাথাড়ি গুলি, নিহত ৪
পক্ষকাল ডেস্ক : ফের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা৷ এবারও টার্গেট রেস্তোরাঁর ভিড়৷ অস্ট্রেলিয়ার উত্তর এলাকা ডারউইনে এই হামলার ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর আসছে৷ কী কারণে এই হামলা হয়েছে তা জানা যায় নি৷ তবে ব্রিটেনে সফরকারী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন একে জঙ্গি হামলা বলে মানতে চাননি৷ তিনি জানিয়েছেন, কেউ উন্মত্ত হয়েই এই হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে৷
সম্প্রতি শ্রীলঙ্কা ও তার আগে নিউজিল্যান্ডে ভয়াবহ জঙ্গি হামলার পরে বিভিন্ন দেশে জারি করা হয় সতর্কতা৷ পরিস্থিতি বুঝে অস্ট্রেলিয়া সরকারও সতর্কতা নিয়েছে৷ কিন্তু তারই মাঝে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি রেস্তোরাঁয় ঢুকে গুলি চালিয়ে কয়েকজনকে খুন করার ঘটনায় সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করল৷ অস্ট্রেলিয়ায় এর আগেও জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে৷
পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তিকে আটক করা হয়েছে৷ ওই ব্যক্তি স্থানীয় পামস মোটেল ও তার কাছাকাছি স্থানে গিয়ে এক ডজনেরও বেশি রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গিয়েছে৷ গত বছরের মে মাসের পর এটাকে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলে আখ্যায়িত করা হয়েছে। তখন একটি আত্মঘাতী হামলায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন।