রবিবার, ৯ জুন ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | বিশ্ব সংবাদ » সরকার চিন্তা ভাবনা করছে ধানের দাম বাড়ানো যায় : কৃষিমন্ত্রী
সরকার চিন্তা ভাবনা করছে ধানের দাম বাড়ানো যায় : কৃষিমন্ত্রী
পক্ষকাল সংবাদ - আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের মানুষ কৃষিকে অন্যতম জীবিকা হিসেব নিয়েছে। তাই কৃষকদের বাঁচানোর দায়িত্ব সরকারের। সে জন্য কৃষকের ধানের দাম কিভাবে বাড়ানো যায় তা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এই দুরবস্থা (ধানের দাম কম) কিভাবে স্থায়ী সমাধানে পৌঁছানো যায়, সেই নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন এবং তার নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। আমরা এই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছি, যাতে করে কৃষকরা (চাষিরা) লাভবান হয়।
আজ রবিবার (৯ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল ফিতরের পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের ধানের দাম বাড়ানোর বিষয়ে সরকার বদ্ধপরিকর ও আন্তরিক এবং বেশ গুরত্বের সহিত এ নিয়ে কাজ করছি। খাদ্যমন্ত্রণালয়ের সঙ্গে সভা করা হবে বিষয়টি ফয়সলা করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে খাদ্যমন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।