শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ১১ জুন ২০১৯
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » জনপ্রশাসন মন্ত্রনালয় ও তথ্যপ্রযুক্তি বিভাগের সমঝোতা স্মারকচুক্তি সম্মপাদিত
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » জনপ্রশাসন মন্ত্রনালয় ও তথ্যপ্রযুক্তি বিভাগের সমঝোতা স্মারকচুক্তি সম্মপাদিত
৩৫৪ বার পঠিত
মঙ্গলবার, ১১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনপ্রশাসন মন্ত্রনালয় ও তথ্যপ্রযুক্তি বিভাগের সমঝোতা স্মারকচুক্তি সম্মপাদিত

পক্ষকাল সংবাদ : ১১ জুন মংগলবার

জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবের সম্মেলন কক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের ডিজিটাইজেশনের লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় । এর আওতায় প্রশিক্ষণ পদ্ধতির উন্নয়ন, ই-লার্নিং কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হবে। তথ্য ও প্রযুক্তি বিভাগের ‌‘একসেস টু ইনফরমেশন’ (এটুআই) প্রোগ্রাম সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহকে এই সহযোগিতা প্রদান করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ ও তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ।

এসময় এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক, বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)