শুক্রবার, ৯ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » তুরাগ পাড়ে লাখ মুসল্লী জুমার নামাজ আদায়
তুরাগ পাড়ে লাখ মুসল্লী জুমার নামাজ আদায়
পক্ষকাল প্রতিবেদক: টঙ্গীর তুরাগ নদীর তীরে তবলীগ জামাতের সর্ববৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার লাখ করেছেন। জুমার নামাজের ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ।জুমার নামাজে বিশ্বের ৫০টি দেশ থেকে আগত প্রায় ৫ হাজার মুসল্লী অংশ নেন।
নামাজের পর শুরু হয় আম বয়ান। বয়ান করছেন মাওলানা শওকত হোসাইন। তিনি আছরের নামাজ পর্যন্ত বয়ান করবেন। এর পর মাগরিবের নামাজ পর্যন্ত বয়ান করবেন মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। মাগরিবের নামাজের পর থেকে বয়ান করবেন মাওলানা মোহাম্মদ সা’দ।
এর আগে শুক্রবার ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্য দিয়ে তবলীগ জামাত আয়োজিত ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। পাকিস্তানের মাওলানা মো. এহসান আম বয়ান ও বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন বাংলায় তরজমা করেন।
বিএনপি জোটের অবরোধ কর্মসূচি থাকায় অন্যবারের চেয়ে পুরো ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। মূল মঞ্চ থেকে ফজরের নামাজের পর থেকে মাইকে বাংলায় অনুবাদ ছাড়াও আরও কয়েকটি ভাষায় ইমান আমল আখলাকের ওপর ধর্মীয় বয়ান করা হয়।
এদিকে শীত আর অবরোধ উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে জামাতবদ্ধ হয়ে ট্রেন, নৌকা, বাস, ট্রাক, স্কুটার ও লেগুনাসহ বিভিন্ন যানবাহনে করে ইজতেমার মাঠে আসেন। টঙ্গী ও আশপাশের এলাকার লোকজন হেঁটে ইজতেমার ময়দানে সমাবেত হন এবং জুমার নামাজে শরিক হন।
তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দুই পর্বের প্রথম পর্ব আগামী রবিবার দুপুরে মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আগামী ১৬-১৮ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।