পুতুল ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার শুরু করছেন
পক্ষকাল ডেস্ক ১৭ জুন - প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র মেয়ে মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদ পুতুল কূটনৈতিক হিসেবে তার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে যে জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে তাকে নিয়োগ দান করা হচ্ছে।
স্থায়ী প্রতিনিধি হিসেবে দুটি দেশে বাংলাদেশে রাষ্ট্রদূত পদমর্যাদার কূটনৈতিক নিয়োগ করা হয়। একটি হলো নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং আরেকটি হলো জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। উল্লেখ্য যে, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার অনেকগুলো সদর দপ্তর জেনেভায় অবস্থিত। এর মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO), মানবাধিকার সংস্থাসহ একাধিক সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত। একজন স্থায়ী প্রতিনিধি এই সব সদর দপ্তরে বাংলাদেশকে নেতৃত্ব দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো জানাচ্ছে যে, আগামী তিনবছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগে এই পদে দায়িত্ব দেওয়া হতে পারে।