সোমবার, ১৭ জুন ২০১৯
প্রথম পাতা » » বাবা এক বটবৃক্ষর নাম
বাবা এক বটবৃক্ষর নাম
শহিদুল ইসলাম শাহিন
বাবা
বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে হাতে বাজারের বোঝা নিয়ে পরিবাররের মুখে অন্ন তুলে দেওয়ার নাম বাবা।
দুটাকা সাশ্রয়ের কথা ভেবে অসুস্থ শরীর নিয়ে পায়ে হেটে পথ চলার নাম বাবা।
নিজের চিকিৎসার প্রয়োজন না মিটিয়ে সন্তানের সুচিকিৎসা নিশ্চিত করার নাম বাবা।
কে কি খেতে পছন্দ করেন সেই পছন্দের খাবার ক্রয় করে বাড়িতে নিয়ে আসার মানুষ বাবা।
নিজে ছেড়া পুরোনো জামা জুতা পরে সন্তানের পরনে ভালো পোশাক নিশ্চিত করার নাম বাবা।
মৃত্যুর কোলে বসেও সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন বাবা।
পৃথিবীর ভারী বস্তু সন্তানের লাশ সেটাও বাবার
বাবা এক ত্যাগীর নাম
বাবা, এক বট বৃক্ষের নাম।
বাবা, এক মহামানবের নাম।
বাবা, সংসারের বোঝা বহনকারীর নাম।
পরিবারের নিরাপত্তার নাম বাবা।
অন্ন, বস্ত্র,শিক্ষা, চিকিৎসা বাসস্থান - এই মৌলিক অধিকার নিশ্চিত করার গুরুদায়িত্ব পালনকারীর নাম বাবা।
সর্বদা দুঃশ্চিন্তাগ্রস্ত, নিদ্রাহীন মানুষটির নাম বাবা।